Sunday, May 19, 2024
রাজ্য​

বহরমপুরে বেসরকারি কোম্পানির চাকরির লাইনে চরম বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্জ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে চাকরি নিয়ে যে চরম সংকট চলছে সেটা আরও একবার সামনে এল। মুর্শিদাবাদ জেলার বহরমপুর একটি বেসরকারি কোম্পানির চাকরির ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। বাধ্য হয়ে লাঠি চালাতে হয় পুলিশকে। শনিবার মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলো বহরমপুর স্টেডিয়াম।

জানা যায়, রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার ১২০০ চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেইমতো বহরমপুর স্টেডিয়ামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শিবির খোলা হয়। কিন্তু ১২০০ পদের জন্য প্রায় লক্ষাধিক যুবক বহরমপুর স্টেডিয়ামে হাজির হয়। সকাল থেকেই দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। রীতিমতো বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়। কার্যত রণক্ষেত্রে পরিণত হয় বহরমপুর স্টেডিয়াম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবির। লাইনে দাঁড়ানো এক যুবক বলেন, ‘লক্ষ্মীর ভান্ডার কিংবা ফ্রিতে রেশন নয়, আমাদের চাকরির ব্যবস্থা করুক সরকার।’

জানা গেছে, বেসরকারি কোম্পানির পক্ষ থেকে যে চাকরির ব্যবস্থা করা হয়েছিল তার জন্য নূন্যতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। কিন্তু এদিন লাইনে অসংখ্য স্নাতকোত্তর পাঁশকুড়া যুবককেও দেখা যায়। ওই বেসরকারি সংস্থা সূত্রের খবর, বাড়ি নির্মাণ ও রঙ করার জন্যই এই নিয়োগ করা হবে। কিন্তু লাইনে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে অনেকেই রসায়নে মাস্টার্স থেকে শুরু করে DL Ed প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চ শিক্ষিত যুবকও ছিলেন।

লাইনে দাঁড়ানো এক যুবকের কথায়, ‘আমি সামশেরগঞ্জ থেকে এসেছি। ভোর ৫ টা থেকে লাইন দিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম বহরমপুরে এই নিয়োগের পরীক্ষা নেয়া হবে। কিন্তু এখানে এসে পুলিশের লাঠি খেতে হল। জেলায় কোন কাজ নেই হলে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কর্মসংস্থানের জন্য। তবে এইভাবে সমস্যায় পড়বো বুঝে উঠতে পারিনি।’