Friday, May 17, 2024
রাজ্য​

‘মমতার বিনামূল্যে টিকার প্রতিশ্রুতি কোথায় গেল?’

কলকাতা: ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যবাসীকে ফ্রিতে ভ্যাকসিন দেবে সরকার। কিন্তু রাজ্যবাসীকে রাজ্য সরকার ফ্রিতে যে ভ্যাকসিন দিচ্ছে তার বেশিরভাগটাই কেন্দ্রের দেওয়া। শুক্রবার এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ বলেন, করোনাকালে রাজ্যবাসীকে মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাজ্য যেসব ভ্যাকসিন ফ্রিতে দিচ্ছে সেগুলি তো কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন। আর একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবেন। কিন্তু তাঁর সেই প্রতিশ্রুতির কি হলো? আর রাজ্য যে দেড় কোটি লোককে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে তার মধ্যে ১ কোটি ২৫ লাখ ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে বাংলাকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের টিকাকরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভ্যাকসিনের জন্য যত টাকা ছিল, সবটাই খরচ করেছি। এক-একটা ভ্যাকসিনের দাম ৬০০ থেকে ১২০০ টাকা। ইতিমধ্যেই আমরা প্রায় ১.৪৪ কোটি লোককে ভ্যাকসিন দিয়েছি। শিশুদের বাদ দিয়ে ৭ থেকে সাড়ে সাত কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে। বিশেষ করে শ্রমিক, হকার, মৎস্য বিক্রেতা, সবজি বিক্রেতা, গাড়ির চালকদের নিখরচায় টিকা দেওয়া হচ্ছে।

জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, রাজ্য সরকার ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার নাম করেও মানুষের থেকে টাকা নিচ্ছে। কর্পোরেশনের ভ্যাকসিনেশন সেন্টারে গেলে ১২০০ টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেই টাকার রসিদও দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁর।

জয়প্রকাশবাবু আরো অভিযোগ করেন, বেছে বেছে বিজেপি কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। তাদের অপরাধ বিজেপি কর্মী! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন তৃণমূলের লোকেদের ভ্যাকসিন দেবেন আর বিজেপির লোকদেরকে দেবেন না?

রাজ্যে ভ্যাকসিন বণ্টনে ব্যাপক দুর্নীতি হচ্ছে অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে নালিশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।