Monday, April 29, 2024
খেলা

কলকাতার দুঃস্থদের ফ্রিতে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা মহারাজের

কলকাতা: তিনি যখন নামেন তখন রাজকীয় ভাবে নামেন। সেটা ফের আরও একবার দেখিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার কলকাতার দুঃস্থ মানুষদের জন্য এগিয়ে এলেন তিনি। তার উদ্যোগে কলকাতার দুঃস্থ মানুষদের ফ্রিতে দেওয়া হবে করোনার ভ্যাকসিন।

জানা গিয়েছে, দুঃস্থ মানুষদের ফ্রিতে করোনার ভ্যাকসিন দিতে ইতিমধ্যেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছেন তিনি। আগামী ১৩ জুন, রবিবার প্রথমে ১৫০ মানুষকে করোনার টিকা দেওয়া হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেটা বাস্তবায়িত হতে চলেছে। ১৩ জুন প্রথমে ১৫০ জনকে ফ্রিতে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

প্রাথমিকভাবে বেহালা অঞ্চলের ১৫০ দুঃস্থ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে জানা গিয়েছে। বাড়ির পাশেই সৌরভের অফিস। সেখানকার একটি ফ্লোর করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

ভিড় এড়িয়ে এবং করোনাবিধি মেনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে চান সৌরভ। যাতে অতিরিক্ত ভিড় হয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, তার জন্যে আগে থেকেই ১৫০ জনকে বাছাই করে ফর্ম ফিল আপ করানো হবে। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন। প্রথম পর্বে ১৫০ জনকে টিকা দেওয়া হবে। তারপর আরও মানুষ ফ্রিতে টিকা পাবেন। সমস্ত খরচ বহন করবেন সৌরভ নিজেই। ‘দাদা’ বলেন, সকলে যাতে টিকা পান সেটা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

ইতিমধ্যেই করোনা রোগীদের চিকিৎসায় ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন মহারাজ। অক্সিজেন কনসেনট্রেটর কিনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি ইয়াস বিধ্বস্ত অঞ্চলগুলোতেও প্রয়োজনীয়় খাদ্য সামগ্রী ও জল, ত্রিপল পৌঁছে দিচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।