Friday, May 17, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত করার নির্দেশ

কলকাতা: করোনা মোকাবিলায় গত কয়েক মাস ধরে টানা বন্ধ রয়েছে স্কুল-কলেজ। বর্তমানে জন-জীবন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। দেশজুড়ে চলছে রাজনৈতিক সভা-সমাবেশ, খুলে দেওয়া হয়েছে বিনোদন পার্কও। চালু হয়েছে লোকাল ট্রেনও। এক কথায় বলা চলে প্রায় সবকিছুই স্বাভাবিক। শুধু বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। যাতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যে স্কুল-কলেজ খোলার দাবি জানিয়েছে পড়ুয়ারা। তবে কবে খুলবে স্কুল-কলেজ?

শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জীবাণুমুক্ত করার। সরকার যেদিন সিদ্ধান্ত নেবে, সেদিনই স্কুল খুলে দেওয়া হবে। এর পরেই জল্পনা ছড়িয়েছে তাহলে হয়তো শীঘ্রই স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্যে করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের হদিশ মিলেছে। যার জেরে এখনই তাড়াহুড়ো করে স্কুল-কলেজ খুলতে চাইছে না সরকার। পরিস্থিতি বিবেচনা করেই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নয়া বছরের পয়লা দিনেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা কোভিশিল্ডকে ভারতে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ কমিটি। যার ফলে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, সর্বপ্রথম রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জীবাণু মুক্ত করতে হবে। দেশে অন্যান্য রাজ্যে কি হচ্ছে, তা জেনে আমাদের লাভ নেই। আমাদের রাজ্যে পঠনপাঠন চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য সুরক্ষিত রেখেই সেটা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত পঠনপাঠন চালু করতে, আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে জীবাণু মুক্ত করা। জীবাণু মুক্ত করার জন্যে ইতিমধ্যেই বিভাগীয় স্তরে সকলকে বলা হয়েছে। তাঁরা কাজ শুরু করে দিয়েছে। তারপর সরকার যেদিন সিদ্ধান্ত নেবে, সেদিনই থেকে স্কুল-কলেজ খোলা হবে।