Thursday, May 2, 2024
দেশ

ইউনিফর্ম সিভিল কোড কী? গোটা দেশে অভিন্ন ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা বলছে কেন্দ্র

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউনিফর্ম সিভিল কোড হল ভারতে নাগরিকদের ধর্মনিরপেক্ষ ব্যক্তিগত আইন প্রণয়ন এবং প্রয়োগ করার একটি প্রস্তাব যা সকল নাগরিকের উপর তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় ধর্মগ্রন্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

দেশে বহু ধর্মের মানুষের আলাদা ‘পার্সোনাল ল’ রয়েছে। তাঁরা সেই বিশেষ “ব্যক্তিগত আইন’ এর নিরিখে জীবনযাপন করেন। সেই জায়গা থেকেই গোটা দেশে অভিন্ন ইউনিফর্ম সিভিল কোড চালু করার কথা বলছে কেন্দ্র।

কেন্দ্রের তরফে বলা হয়েছে, এটি দেশের জাতীয় ঐক্যকে কেড়ে নিচ্ছে। ফলে সেই জায়গা থেকে অভিন্ন ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজনীয়তা রয়েছে।

উল্লেখ্য, সংবিধানের আর্টিকেল ৪৪ এর আওতায় আসে ইউনিফর্ম সিভিল কোড। এতে বলা হয়েছে, জাতি, ধর্ম, লিঙ্গের বৈষম্য কাটিয়ে একটি অভিন্ন আইন হতে পারে ডিভোর্স, বিয়ে , দত্তক গ্রহণ সহ কয়েকটি বিষয়ে।

বিস্তারিত জানুন: The QuestionHour Bharat