Friday, May 17, 2024
দেশ

মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাসভবন আন্টালিয়ার সামনে বোমাতঙ্কের পরই নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের দেশের সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

ভারতের যে কোনও জায়গার পাশাপাশি বিদেশে সফরেও আম্বানিরা দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পাবেন। তবে জেড প্লাস নিরাপত্তার জন্য যাবতীয় খরচ আম্বানিকেই বহন করতে হচ্ছে।

জেড প্লাস নিরাপত্তায় মোট ৫৫ জন বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী থাকেন। একটি বুলেটপ্রুফ গাড়ি সহ কনভয়ে ৫টির বেশি গাড়ি থাকে। প্রতি মাসে এর জন্য খরচ হয় ৩৩ লাখেরও বেশি টাকা।

ভারতের ৪০ জন ব্যক্তি সর্বোচ্চ এই নিরাপত্তা ব্যবস্থা জেড প্লাস পেয়ে থাকেন। তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বলিউড অভিনেতা সলমন খান, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, এনসিপি প্রধান শরদ পওয়ারের মত ব্যক্তিরা।