Saturday, May 18, 2024
রাজ্য​

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ৮টি ট্রেন বরাদ্দ রাজ্যের

কলকাতা: করোনা আবহে লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য এবার আরও ৮টি ট্রেনের ব্যবস্থা করল নবান্ন। এর আগে ২টি ট্রেনের বন্দোবস্ত করা হয়েছিল। জানা গেছে, শীঘ্রই এই ৮টি ট্রেনে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসবে। নবান্নে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ বঙ্গের জন্য চলবে মোট ৮টি ট্রেন।

নবান্ন সূত্রে খবর, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক ও চিকিৎসার জন্য যাওয়া মানুষদের ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৮টি ট্রেনে ৩০ হাজার মানুষকে ফেরানোর পরিকল্পনা করেছে মমতার সরকার। এই মর্মে রেল মন্ত্রককে চিঠিও দিয়েছে নবান্ন।

তৃণমূলের মন্ত্রী ও সাংসদরা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য কাজ করে চলেছে। ইতিমধ্যে ৮০ হাজার শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অন্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন।

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার অভিযোগ করে এসেছে কেন্দ্রীয় সরকার-সহ রাজ্য বিজেপি। দিলীপ ঘোষের দাবি, ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের বাড়ি ফেরাতে কোনও হেলদোল নেই মুখ্যমন্ত্রীর। শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহচিঠিতে অভিযোগ করেন, প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনগুলিকে রাজ্যে ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। এরপরই নড়েচড়ে বসল রাজ্য সরকার।