Sunday, May 5, 2024
দেশ

অযোধ্যায় রাম মন্দির তৈরিতে টাকা দিলে মিলবে কর ছাড়, জানাল অর্থমন্ত্রক

লখনউ: কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের (NDA) অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি। গত বছরের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ এক সর্বসম্মত রায়ে জানিয়েছে, অযোধ্যার যে ২.৭৭ একর জমিতে রাম মন্দিরই হবে। আর মুসলিমদের মসজিদের জন্য অন্যত্র ৫ একর জমি দেওয়ার। এবার করোনা আবহে রামভক্তদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, অযোধ্যায় রাম‌ মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্য করলে তা ৮০-জি ধারায় করমুক্ত হবে।

আয়কর আইনের ৮০-জি এর অধীনে কোনও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ নির্মাণ বা মানুষের উপাসনা করার জায়গা তৈরির ক্ষেত্রে কর ছাড় মেলে। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট আবেদন জানানোর এই কর মিলবে বলে খবর। এই পদক্ষেপের ফলে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার  আয়করের উল্লিখিত বিধানের আওতায় রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে ছাড় দিয়েছে।

২০২০-২১ অর্থবছর থেকে মন্দিরের জন্য অনুদান দাতারা কর ছাড়ের সুযোগ পাবেন। এই ছাড়ের সুযোগ পেয়ে যাওয়া মানে বড় মাপের অনুদান পাওয়ার সুবিধা পাবে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। আয়কর ছাড় প্রসঙ্গে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ ( সিবিডিটি) জানিয়েছে, অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরটি একটি ঐতিহাসিক স্থান এবং জনসাধারণের উপাসনার স্থান। ট্রাস্ট আবেদন করেছিল তাই এই কর ছাড় দেওয়া হচ্ছে।

গত বছরের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা নিষ্পত্তি হয়। এরপর মন্দির নির্মাণ কমিটির প্রধান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্রকে। রাম জন্মভূমি ট্রাস্টে মোট ১৫ জন সদস্য রয়েছেন। সুপ্রিম কোর্টই মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গড়ার নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালত জানায়, ট্রাস্ট গড়ে রাম মন্দির নির্মাণ করতে হবে।