Tuesday, June 24, 2025
Latestদেশ

আমরা ৮০ শতাংশ, তোমরা মাত্র ১৫ শতাংশ, CAA-এর প্রতিবাদ নিয়ে হুমকি বিজেপি নেতার

বেঙ্গালুরু: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে এখনও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই সংখ্যালঘু সম্প্রদায়কে প্রকাশ্যে হুমকি দিলেন কর্ণাটকের বেল্লারির বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। বেল্লারির এক জনসভায় প্রতিবাদকারীদের সতর্ক করে হুমকির সুরে তিনি বলেন, খুব সাবধান, আমরা দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ। তোমরা মাত্র ১৫ শতাংশ। তোমরা সংখ্যালঘু।

সোমশেখর রেড্ডি বলেন, এদেশে থাকতে গেলে বুঝে শুনে পা ফেলতে হবে। যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের সতর্ক করে দিতে চাই। সবে পাঁচ মাস হল ক্ষমতায় এসেছি। বেশি নখরা (নাটক) করবেন না। আপনারা শুধুু একবার ভাবুন, সংখ্যাগরিষ্ঠরা যদি আপনাদের সবার বিরুদ্ধে রাস্তায় নেমে আসে তবে ফল কী হবে?

সোমশেখর রেড্ডি বলেন, বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করা মানুষদের ‘পাংচারওয়ালা’ বলে অভিহিত করে সঠিক কাজ করেছেন। নাগরিকত্ব আইনের যারা বিরোধিতা করছেন তাদের বেশিরভাগই পাংচারওয়ালা এবং নিরক্ষর, তাদের যা বলা হয় তাই বিশ্বাস করে নিচ্ছেন। তিনি দাবি করেন, কংগ্রেস মানুষের মনকে ‘দূষিত’ করছে।

সোমশেখর রেড্ডি আরও বলেন, উত্তরপ্রদেশের যোগী সরকার বিক্ষোভকারীদের সঙ্গে যেমনটা করা হয়েছে, সেই একই শিক্ষা দেওয়া হবে কর্ণাটকের যে সকল মানুষ জনগণের সম্পত্তি ধ্বংস করেছে তাদেরও। যারা জনসাধারণের সম্পত্তি নষ্ট করেছেন তাদের যে সবক শেখাচ্ছেন যোগী আদিত্যনাথ, আমরাও এখানে সেই শিক্ষাই দেব।