Friday, May 17, 2024
কলকাতা

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় সংশোধনের আর্জি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে যাচ্ছে নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার ৭ জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আদালতের নির্দেশের সংশোধনের আর্জি জানাতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার হাইকোর্টে ‘রিভিশন অ্যাপ্লিকেশন’ জমা দিতে পারে কমিশন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কমিশন এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

কমিশন সূত্রে খবর, তারা এখনও রাজ্যে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেনি। তাহলে কিভাবে কেন্দ্রীয় বাহিনীর জন্য ‘রিকুইজিশন’ দেওয়া হবে? কোথায়, কত কেন্দ্রীয় বাহিনী লাগবে? এ বিষয়ে হাইকোর্টে ‘রিভিশন’ করার আর্জি জানাতে পারে কমিশন।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের নিঘন্ট প্রকাশ হতেই রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল বিরোধীরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা। দাবি মেনে ৭ জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

স্পর্শকাতর এই ৭ জেলার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি। এই ৭ জেলায় পঞ্চায়েত ভোটে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের বাঁধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।