Tuesday, April 30, 2024
Latestদেশ

এবার দেশজুড়ে ‘এক দেশ এক আইন’ লাগু হতে চলেছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ‘এক দেশ এক আইন লাগু করা। সেদিকেই হাঁটতে চলেছে কেন্দ্র। এবার ইউনিফর্ম সিভিল কোড বা এক দেশ এক আইন বা অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে সাধারণ মানুষ ও ধর্মীয় সংগঠনগুলির মতামত জানতে চাইলো ল কমিশন (Law Commission of India)।

এরপরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি বিজেপি সরকার দেশজুড়ে এই আইন লাগু করার কথা ভাবছে।

ল কমিশন বুধবার এক বিবৃতিতে বলেছে, ২২ তম ল কমিশন আবার ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে স্বীকৃত ধর্মীয় সংগঠনগুলির মতামত জানতে চেয়েছে। বলা হয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা কমিশনকে নিজেদের মতামত জানাতে পারেন। তাদের পরামর্শ দেওয়ার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তির নেতৃত্বে ২২ তম আইন কমিশন এই উদ্যোগী ব্যক্তিদের এক মাসের মধ্যে কমিশনের ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে মতামত জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, এক দেশ এক আইনে বলা হয়েছে, ধর্ম নির্বিশেষে সকল দেশবাসীর জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার জাতীয় ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রিত আইনগুলির একটি সাধারণ সেট তৈরি করা। বর্তমানে, মুসলিমরা যেমন শরিয়া আইন মেনে চলেন। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে দেশজুড়ে একটাই আইন কার্যকর হবে।