Saturday, May 18, 2024
খেলা

কোহলির সেঞ্চুরি, ক্যারাবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতে দেশবাসীকে স্বাধীনতা দিবসের উপহার

পোর্ট অফ স্পেন: টি-টোয়েন্টির পর এবার ওডিআই সিরিজেও পকেটে পুরলো ভারত। পুরো সিরিজ জুড়েই ছিল বৃষ্টির হানা। বুধবারও এর ব্যতিক্রম হয়নি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ম্যাচে ৭ উইকেট হারিয়ে ৩৫ ওভারে ২৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

গেইল ক্যারিবিয়ানদের হয়ে ৪১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ৫টি ছয় দিয়ে। অপর ওপেনার এভিন লুইস ২৯ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। মিডল অর্ডারে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস পুরান।


৩৫ ওভারে ৭ উইকেটে ২৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ডাক ওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ২৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৫ রানে ফেরেন ওপেনার রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ানের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ধাওয়ান ফেরেন ৩৬ বলে ৩৬ রান করে।

ঋষভ পন্থ ফের ফ্লপ। শূন্য রানেই আউট হন তিনি। শ্রেয়স আইয়ার ৪১ বলে ৬৫ রান করেন। এদিন ৯৯ বলে ১১৪ রান করেন বিরাট কোহলি। তাঁর ইনিংস এদিন সাজানো ছিল ১৪ টি চার দিয়ে। এদিকে এদিন সিরিজ জয়ের পরে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে ৭৩ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।