Sunday, March 16, 2025
দেশ

৩৭০ ধারা বাতিল, খুশিতে যাত্রীদের বিনামূল্যে অটো পরিষেবা দিচ্ছেন এই ব্যক্তি

দেরাদুন: গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার। এই ধারা বলে জম্মু-কাশ্মীর এতদিন বিশেষ মর্যাদা ভোগ করত। কেন্দ্রের জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইন অনুসারে, আগামী ৩১ আগস্ট থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হতে চলেছে।

মোদী সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশেই উৎসবের মেজাজ। বিরোধিরা অবশ্য অনেকেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে সেই সমালোচনাকে এক পাশে ঠেলে ‘নতুন ভারত’- নিয়ে উচ্ছ্বাস কাশ্মীর থেকে কন্যাকুমারি। আর  ৩৭০ ধারা ও ৩৫এ ধারা বাতিলের সিদ্ধান্তে বেজায় খুশি উত্তরাখণ্ডের হলদওয়ানির অটোচালক যমুনা প্রসাদ। আর এই খুশিতেই স্বাধীনতা দিবসে বিনামূল্যে যাত্রীদের নিয়ে যাতায়াত করছেন তিনি।

যমুনা প্রসাদ (ছবি- News18)

অটোতে লাগানো রয়েছে একাধিক পোস্টার যেখান কাশ্মীর সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে যাত্রীদের বিনামূল্যে যাতায়াত করার আহ্বান জানিয়েছেন তিনি। জানা গেছে, এই অটোচালক দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরও মানুষকে বিনামূল্যে অটোতে যাত্রীদের নিয়ে যাতায়াত করেছেন।

প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিলের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেন, জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলের সাম্প্রতিক পরিবর্তিবর্তনে ওই অঞ্চল উপকৃত হবে বলে আমরা আশাবাদী। দেশের অন্য অঞ্চলে বসবাসকারী সহ নাগরিকরা যে অধিকার ও সুযোগসুবিধা ভোগ করেন এই অঞ্চলের বাসিন্দারাও সেই সমস্ত সুযোগসুবিধা পাবেন।