Sunday, May 19, 2024
দেশ

বিজয় মাল্যকে ভারতের হাতে তুলে দিল ব্রিটেন

লন্ডন: ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত কিংফিশার এয়ারলাইন্স-এর বিজয় মাল্য। ২০১৬ সালের মে মাসে ভারত থেকে পালিয়ে যান তিনি। ইতিমধ্যেই মাল্যের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে৷ লন্ডনে জেল বন্দি অবস্থায় বিচারে হেরে গিয়েছেন মাল্য৷ যার ফলে বিজয় মাল্যর প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ভারতে ফিরিয়ে এনে জেলবন্দি করা হবে তাকে। বিশেষ প্রিভেনশন অফ মানি লন্ডারিং (পিএমএলএ) আইনে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল। জানা গিয়েছে, বুধবার রাতেই বিশেষ বিমানে করে তাকে মুম্বাইয়ে আনা হচ্ছে।

বিজয় মাল্যর বিরুদ্ধে অভিযোগ, তিনি অন্তত ১৭টি ভারতীয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশের চল্লিশটি সংস্থার অ্যাকাউন্টে বেআইনি ভাবে চালান করে দেন৷ ৯ হাজার হাজার কোটি টাকা ঋণ নেন তিনি৷ পরে বন্ধ হয়ে যায় তার কোম্পানি কিংফিশার এয়ারলাইন্স৷ দেশ ছেড়ে পালিয়ে যান বিজয় মাল্য৷

ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে লন্ডনের আদালতে আবেদন করেছিলেন মাল্য৷ কিন্তু সেই মামলায় ১৪ মে হেরে যান তিনি৷ নিয়ম অনুযায়ী, রায় দানের ২৮ দিনের মধ্যে মাল্যকে ব্রিটেন থেকে ভারতে নিয়ে আসার৷ গত ১৪ মে আদালত জানিয়ে দেয়, এই রায়ের বিরুদ্ধে মাল্য সেদেশের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন না৷ ভারতে আনার পর আদালতের অনুমতি নিয়ে বিজয় মাল্যকে হেফাজতে নেবে সিবিআই৷