Thursday, May 16, 2024
রাজ্য​

রামনবমীতে পশ্চিমবঙ্গে ২১০০ শোভাযাত্রার উদ্যোগ নিল বিশ্ব হিন্দু পরিষদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় শক্তি বাড়াতে মরিয়া গেরুয়া শিবির। রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে RSS এর শক্তি বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাছাড়া রাম নবমী পালনেরও ধুম লেগেছে। ২০১৮ সালে রাজ্যে মহাসমারোহে রাম নবমী পালন করেছিল গেরুয়া শিবির।

২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসন জিতেছিল বিজেপি। অন্যদিকে, তৃণমূলের আসন একধাক্কায় ৩৪ থেকে নেমে ২২টিতে দাঁড়িয়েছিল।

রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট। আর এবার রামনবমী উপলক্ষ্যে বাংলা জুড়ে প্রায় ২১০০ শোভাযাত্রার উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

ভিএইচপির দক্ষিণবঙ্গের মিডিয়া ইনচার্জ সৌরিশ মুখোপাধ্যায় বলেন, “রামনবমী উপলক্ষ্যে দক্ষিণবঙ্গে ১৬০০-র বেশি শোভাযাত্রা হবে। রামনবমী থেকে হনুমান জয়ন্তী পর্যন্ত রাম মহোৎসবের কার্যক্রম চলবে। এবার বিশ্ব হিন্দু পরিষদের ৬০ বছর। বাংলার ঘরে ঘরে আমরা রাম ও রাম রাজত্বের কথা বলবো।”

ভিএইচপি উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পদক অনুপকুমার মন্ডল বলেন, “উত্তরবঙ্গে রামনবমীতে ১১০টি শোভাযাত্রা হবে। শিলিগুড়িতে ৪ লাখ মানুষ সামিল হবে শোভাযাত্রায়। এছাড়া ঈশ্বরপুরও নকশালবাড়িতে বড় শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় রাম মন্দিরের ট্যাবলো, কাশি বিশ্বনাথ মন্দির, গো-মাতার ট্যাবলো থাকবে।”

উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা নির্বাচনে আসন বাড়ার পাশাপাশি ২০২১ বিধানসভা নির্বাচনে ৭৭জন বিধায়ক নির্বাচিত হয়েছে বিজেপির। রাজ্যজুড়ে শাখা বেড়েছে রাষ্ট্রীয় স্বয়ক সেবক সঙ্ঘের। এবার ময়দানে নেমে পড়লো বিশ্ব হিন্দু পরিষদ।