Friday, May 17, 2024
দেশ

‘লাভ জিহাদ’ বন্ধ করতে কড়া আইন আনছে যোগী সরকার

লখনউ: বিজেপি শাসিত একাধিক রাজ্য ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে। উত্তরপ্রদেশের যোগী সরকার ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতর এই বিষয়ে ইতিমধ্যে আইন দফতরকে প্রস্তাব পাঠিয়েছে।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ সরকার ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনার ঘোষণা দিয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছিলেন, ‘লাভ জিহাদ’ রুখতে বিশেষ আইন আনা হবে। অভিযুক্তের ৫ বছরের কারাদণ্ড হতে পারে, পাশাপাশি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। বিলটির নাম দেওয়া হচ্ছে ‘মধ্যপ্রদেশ ফ্রিডম অব রিলিজিয়ন বিল ২০২০’।

হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ ঘোষণা করেছেন, ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর আইনের খসড়া তৈরি করা হবে। বিবাহের মাধ্যমে ধর্মান্তরিতের অভিযোগ উঠলে অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতর সাজা যাতে দেওয়া হবে।

এদিকে, কংগ্রেস নেতা তথা মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিজেপির এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছেন। টুইটে তিনি বলেছেন, দেশে সাম্প্রদায়িক সদ্ভাব নষ্ট করতে এবং দেশের মধ্যে বিভাজন আনতে ‘লাভ জিহাদ’ শব্দের আমদানি করেছে বিজেপি। বিবাহ ব্যক্তি স্বাধীনতার বিষয়। এই বিষয়ে আইন নিয়ে আসা সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই আইন কোনও আদালতেই গ্রাহ্য হবার কথা নয়। ভালোবাসায় জিহাদের কোনও স্থান নেই।