বিহার জয়ের পর এবার বিজেপির লক্ষ্য হায়দরাবাদ
হায়দরাবাদ: বিহারে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে জয়লাভ করেছে এনডিএ। ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ ১২৫টি আসনে জিতেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৭৪টি আসন। নীতীশ কুমারের জেডি(ইউ) পেয়েছে ৪৩টি আসন। এনডিএ জোটের শরিক হিন্দুস্থানী আওয়াম মোর্চা (হাম) এবং বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) পেয়েছে ৪টি করে আসন। বিহার জয়ের পর এবার দক্ষিণে প্রভাব বাড়াতে তৎপর বিজেপি।
আগামী ১ ডিসেম্বর থেকে হায়দরাবাদ পুরসভা নির্বাচন শুরু হচ্ছে। অমিত শাহ ঘনিষ্ঠ ভূপেন্দ্র যাদবকে ওই ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে। বিহারে বিজেপির জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভূপেন্দ্র যাদব।
সম্প্রতি বিহারের পাশাপাশি তেলঙ্গানার ডুবক্কা বিধানসভা আসনের উপনির্বাচনেও জিতেছে বিজেপি প্রার্থী। এরপরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের এবারের লক্ষ্য হায়দরাবাদ পুরসভা নির্বাচন।
ইতিমধ্যেই তেলেঙ্গানা পৌঁছে গিয়েছেন ভূপেন্দ্র যাদব। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হায়দরাবাদ যাবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। বিজেপি মুখপাত্র কে কৃষ্ণসাগর রাও জানান, ব্যাপক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনকে। টিআরএস (TRS) ও এমআইএম (AIMIM) জোটের অপশাসন করতে আমরা লড়াই করবো।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হায়দরাবাদে শহুরে ভোটারদের মধ্যে দলের ভালো প্রভাব রয়েছে। চন্দ্রশেখর রাওয়ের স্বজনপোষণ ও দুর্নীতিকেই হাতিয়ার করে প্রচার চালিয়ে যাওয়ার পরিকল্পনা গেরুয়া শিবিরের।


