Friday, May 17, 2024
দেশ

ধর্ম পরিবর্তনে জোর করায় যোগী রাজ্যে গ্রেফতার মুসলিম যুবক

লখনউ: উত্তর প্রদেশে লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি করা হয়েছে। আইন তৈরির পর যোগী রাজ্যে এই প্রথম কাউকে গ্রেফতার করা হল। অবৈধ ভাবে ধর্ম পরিবর্তনের অধ্যাদেশকে রাজ্যপাল মঞ্জুরি দিয়েছে। গত ২৮ নভেম্বর বরেলি থানায় দেবরনিয়ায় মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২১ বছর বয়সী ওয়াইস আহমেদ (Uwais Ahmed) নামে এক মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ওই মুসলিম যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে অন্য ধর্মের মেয়েকে প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করছিল। যদিও ধৃতের দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে পুলিশ।

লাভ জিহাদের নামে উত্তর প্রদেশে ধর্মান্তকরণ রুখতে আইন আনার কথা ঘোষণা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে বিধানসভার অধিবেশন না থাকায় তড়িঘড়ি অধ্যাদেশ জারি হয়েছে। রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল সেই অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। এরপর গত ২৮ নভেম্বর লাভ জিহাদ নিয়ে রাজ্যে প্রথম মামলা দায়ের করা হয়।

ওই মেয়ের বাবা টিকরাম দেওরানিয়া থানায় অভিযোগ করেন, প্রাইভেট টিউশনের সময়ে তার মেয়ের সঙ্গে ওয়াইস আহমেদ ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। আর সেই সম্পর্কের জেরে মেয়েকে বিয়ে করার পাশাপাশি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাপ দিতে থাকে। এমনকি পুলিশকে বিষয়টি জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপরই বেপাত্তা হয়ে যান অভিযুক্ত ওয়াইস। গোপন সূত্রে খবর পেয়ে দেওরানিয়া রেল গেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওয়াইস আহমেদের বিরুদ্ধে ধর্মান্তকরণ বিরোধী বিশেষ আইনের ৫০৪ ও ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, নয়া লাভ জিহাদ বিরোধী আইনে ১০ বছর পর্যন্ত কারাবাসের সাজার কথা উল্লেখ রয়েছে।