Monday, November 17, 2025
দেশ

ভিন ধর্মে বিয়ে করলে মিলবে না সরকারি সুবিধা, আইনে সংশোধন আনছে যোগী সরকার

লখনউ: লাভ জিহাদ বন্ধ করার নামে কার্যত ভিন্ন ধর্মে বিয়ের পাট একপ্রকার চুকিয়ে দিতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। পাত্র বা পাত্রী স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করতে চাইলেও তাতে নানাবিধ বিধিনিষেধ আরোপ করছে যোগী সরকার। ইতিমধ্যেই ‘বিধি বিরুদ্ধ ধর্ম পরিবর্তন অধিনিয়ম’ প্রবর্তন করা হয়েছে উত্তরপ্রদেশে। এবার ভিন ধর্মে বিয়ে করলে সরকারি সুবিধা বাতিলের কথা ভাবছে যোগী সরকার।

সে জন্য আইনে সংশোধন আনছে উত্তরপ্রদে প্রশাসন। এর আগে সেরাজ্যে ভিন ধর্মে বিয়ে করলে কিছু সরকারি সুবিধা পাওয়া যেত। এবার ৪৪ বছরের পুরনো সেই আইনে বদল আনতে মরিয়া যোগী প্রশাসন।

১৯৭৬ সালে ন্যাশানাল ইন্টিগ্রেশন ডিপার্টমেন্ট উত্তরপ্রদেশে এই যোজনা চালু করে। এই যোজনা অনুযায়ী, ভিনধর্ম ও ভিনজাতিতে বিয়ে করলে সরকারের তরফ থেকে নব দম্পত্তিকে আর্থিক সহায়তা করা হয়। আগে ভিন ধর্মে বিয়ে করলে নবদম্পতি বিয়ের দুই বছরের মধ্যে জেলাশাসকের কাছে আবেদন করলে ৫০,০০০ টাকা করে আর্থিক অনুদান পেতেন। গত বছর আবেদন করে ১১ দম্পতি আর্থিক অনুদান পেয়েছিলেন। কিন্তু এবার সেই আইনে বদল আনতে চলেছে যোগী সরকার।

উল্লেখ্য, ভিন ধর্মে বিয়ে করলে উত্তরাখণ্ডে সরকারি সুবিধা পাওয়া যায় না। এবার উত্তরাখণ্ডের দেখানো পথেই হাটতে চলেছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র শ্রীকান্ত শর্মা সাফ জানিয়েছেন, বর্তমানে এই ধরণের যোজনা থেকে কোনও সাহায্য মিলবে না। তথ্যসূত্র: Money Control