Friday, May 3, 2024
দেশ

Uttar Pradesh: এবার ‘মিঞাগঞ্জ’ নাম বদলে ‘মায়াগঞ্জ’ করার দাবি যোগী রাজ্যে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের নাম বদলের প্রস্তাব যোগী রাজ্যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এবার মিঞাগঞ্জ (Miyanganj) নাম পাল্টে মায়াগঞ্জ (Mayaganj) করার আবেদন করার আবেদন জমা পড়ল রাজ্য সরকারের কাছে। উন্নাওয়ের ডিএম (Unnao District Magistrate) রবীন্দ্র কুমার (Ravindra Kumar) যোগী সরকারকে (Yogi Sarkar) নাম পরিবর্তনের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন।

রবীন্দ্র কুমার জানান, ‘রাজ্য সরকারের কাছে মিঞাগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নাম পাল্টে মায়াগঞ্জ করার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। সিডিও-র তরফে নাম বদলের প্রস্তাব প্রথম আসে। এরপর স্থানীয় এসডিএম সেই প্রস্তাব দেন। তারপর নাম বদলের আর্জি জানিয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছি।”

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে মিয়াগঞ্জের নাম পরিবর্তনের ঘোষণা করেছিলেন। এবার মিয়াগঞ্জের নাম পরিবর্তন করে মায়াগঞ্জ করার প্রক্রিয়া শুরু হল। মিয়াগঞ্জের গ্রাম পঞ্চায়েতের সভায় এই প্রস্তাব করা হয়। গ্রাম পঞ্চায়েতের বৈঠকের পর বিডিও তার রিপোর্ট পেশ করে। গ্রাম পঞ্চায়েত, ব্লকের রিপোর্টের পর মিয়াগঞ্জের নাম পরিবর্তনের রিপোর্ট যায় জেলা প্রশাসনের কাছে। এবার ডিএম রবীন্দ্র কুমার অতিরিক্ত মুখ্যসচিব পঞ্চায়েতি রাজকে চিঠি লিখেছেন পরবর্তী পদক্ষেপের জন্য।

যোগী-রাজে প্রথম নয় এর আগেও বহু জায়গার নাম বদল করা হয়েছে। মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন করা হয়। এলাহাবাদের নাম বদলে করা হয় প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে।