Saturday, July 27, 2024
কলকাতা

Kolkata: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার পরমাণু বোমা তৈরির উপকরণ, দাম ৪,২৫০ কোটি টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) চত্বর থেকে উদ্ধার পারমানবিক বোমা তৈরির উপকরণ ক্যালিফোর্নিয়াম স্টোন (Californium Stone)। যার দাম প্রায় ৪,২৫০ কোটি টাকা। মহামূল্যবান ক্যালিফোর্নিয়াম স্টোন-সহ হুগলির ২ জন বাসিন্দাকে আটক করেছে সিআইডি (CID)।

জানা গেছে, এক গ্রাম ক্যালিফোর্নিয়াম স্টোনের দাম ১৭ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে মোট ২৫০.৫ গ্রাম ক্যালিফোর্নিয়াম স্টোন উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৪ হাজার ২৫০ কোটি টাকা।

আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়েছিল সিআইডি। সেই মতো বিমানবন্দর চত্বরে ওৎ পেতে বসে ছিলেন তাঁরা। হুগলির (Hooghly) ওই দুই বাসিন্দাকে দেখতেই পাকড়াও করেন তাঁরা।

ধৃতদের নাম শৈলেন কর্মকার (৪১) এবং অসিত ঘোষ (৪৯)। দু’জনই হুগলির বাসিন্দা। কিভাবে তারা পরমাণু বোমা তৈরির উপকরণ পেলেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন? তা জানাতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি আধিকারিকরা।