Sunday, May 5, 2024
দেশ

অরুণাচলে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনার ভয়াবহ সংঘর্ষ ঘটে। এরপর থেকেই দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা অব্যাহত। দফায় দফায় বৈঠকে বসেও সমস্যার সমাধান হয়নি। এর মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে নিয়ে আসলো মার্কিন যুক্তরাষ্ট্র (US Defence Report)। মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, অরুণাচল প্রদেশে ঢুকে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চিন।

ভারতের দাবি, এটি ভারতের ভেতরে অবস্থিত। তবে ওই ভূখণ্ড নিজেদের বলে দাবি করে চিনও। ভারতের অভিযোগ, এলওসি লঙ্ঘন করে ভারতের অরুণাচল প্রদেশের উত্তর সুবনসিরি জেলায় চিনের সেনাবাহিনীর সদস্যরা একটি গ্রাম তৈরি করেছে। কিন্তু রহস্যজনকভাবে বিষয়টি আলোচনায় উঠে আসেনি। সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা বিভাগের বার্ষিক রিপোর্টে এই দাবি করা হলে নড়েচড়ে বসেছে ভারত।

মার্কিন প্রতিরক্ষা দফতরের রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, বিষয়টি নিয়ে ভারত-চিনের সম্পর্কের অবনতি হতে পারে। রিপোর্টে চিনের সামরিক প্রস্তুতি ও সীমান্ত আগ্রাসন নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেয়া হয়েছে।২০২০ সালে তৈরি করা অরুণাচলের পূর্বাঞ্চলে ওই গ্রামটিতে অন্তত ১০০টি বাড়ি রয়েছে।

২০১৯ সালের ২৬ আগস্ট উপগ্রহ চিত্রে ওই এলাকায় কোনও স্থাপনা দেখা যায়নি। কিন্তু ২০২০ সালের ১ নভেম্বর তোলা আরেকটি ছবিতে দেখা যায়, সেখানে সারি সারি বাড়ি। কয়েক বিলিয়ন ডলার খরচ করে চিন এই গ্রাম গড়ে তুলেছে বলে ভারতের অভিযোগ।

উপগ্রহ চিত্র

চলতি বছরের শুরুতে ভারত এ সংক্রান্ত একটি অভিযোগ করেছিল। কিন্তু আন্তর্জাতিকভাবে কোনও সুরাহা হয়নি। চিন ভারতের এই দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। সম্প্রতি মার্কিন রিপোর্টে বিষয়টি উঠে আসায় ফের সোচ্চার হয়েছে ভারত।