Monday, May 6, 2024
দেশ

গুরুগ্রামের ৮ জায়গায় নামাজের অনুমতি বাতিল করল প্রশাসন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির চাপের মুখে গুরুগ্রামের ৮ টি স্থানে নামাজ পড়ার অনুমতি বাতিল করল জেলা প্রশাসন (Gurgaon Administration)। প্রশাসন কারণ হিসাবে স্থানীয় বাসিন্দা এবং বাসিন্দা কল্যাণ সমিতির আপত্তি বলে উল্লেখ করেছে। প্রশাসনের অনুমতি সত্ত্বেও স্থানীয় বাসিন্দা ও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির প্রতিবাদের পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসন ওই এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়িয়েছে।

তবে গুরুগ্রামে এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৮ সালেও ওই এলাকায় উন্মুক্ত স্থানে শুক্রবারের জুমার নামাজ পড়া নিয়ে আপত্তি জানায় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি। পরে জেলা কর্মকর্তারা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে মধ্যস্থতা করে নামাজের জন্য ৩৫টি জায়গা নির্ধারণ করে দেয়।

২০১৮ সালে মোট ৩৭টি জায়গায় শুক্রবার নামাজ পড়ার অনুমতি দিয়েছিল প্রশাসন। এর মধ্যে ৮ জায়গা থেকে সেই অনুমতি প্রত্যাহার করে নিল গুরুগ্রাম জেলা প্রশাসন। কারণ হিসেবে দেখানো হয়েছে এলাকার বাসিন্দাদের আপত্তি।

যেসব এলাকায় অনুমতি বাতিল করা হয়েছে সেগুলো হল- বাঙালী বস্তি সেক্টর ৪৯, ভি ব্লক ডিএলএফ ফেজ ৩, সুরাট নগর ফেজ ১, খেরি মাজরা গ্রামের বাইরে, দ্বারকা এক্সপ্রেসওয়ের দৌলতাবাদ গ্রামের কাছে, রামগড় গ্রামের কাছে সেক্টর ৬৮, ডিএলএফ স্কোয়ারের কাছে টাওয়ার, রামপুর গ্রাম থেকে নাখরোলা রোড।

প্রশাসনের তরফে বলা হয়েছে, যে কোনও খোলা বা ঘেরা জায়গায় নামাজ পড়তে গেলে প্রশাসনের অনুমতি লাগবে। তবে মসজিদ, ইদগাহ ও ব্যক্তিগত জমিতে নামাজ পড়া যাবে। কিন্তু সরকারি জমিতে নামাজ পড়া যাবে না।

এদিকে, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে নামাজে বাধা দেওয়ার চেষ্টা করায় ৫০ জনকে আটক করেছে পুলিশ। ভারত মাতা বাহিনীর সভাপতি দীনেশ ভারতী এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। তার দাবি, নামাজের প্রস্তাব একটি ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’। ‘লাভ জিহাদ’ এই ষড়যন্ত্রের অংশ।