Sunday, May 19, 2024
দেশ

মোদীর পর যোগীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশবাসী, বলছে সমীক্ষা

নয়াদিল্লি: সাম্প্রতিক সমীক্ষা বলছে, এখনও দেশে মোদী ম্যাজিক অব্যাহত। সমীক্ষার দাবি, এখনও মোদীকেই দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister) পদে দেখতে চায় সংখ্যাগরিষ্ঠ ভারতীয়। তবে নরেন্দ্র মোদীর পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন ভারতবাসী? সমীক্ষায় জানা গেল সেই সম্পর্কে। সমীক্ষা অনুযায়ী, মোদীর পরে হিন্দুত্ব রাজনীতির পোস্টার বয় যোগী আদিত্যনাথকেই (Yogi Adityanath) প্রধানমন্ত্রীর মসনদে দেখতে চায় দেশবাসী।

সমীক্ষা বলছে, ৩৮ শতাংশ দেশবাসী মনে করছেন এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কোনও বিকল্প নেই। ফের তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাঁরা। তাঁর ধারেকাছে নেই কোন রাজনৈতিক নেতা। তবে নরেন্দ্র মোদীর ভবিষ্যত উত্তরসূরি হিসেবে উঠে এসেছে দু’টি নাম। তাঁরা হলেন যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ (Amit Shah)।

সমীক্ষায় দেখা গিয়েছে, যোগী আদিত্যনাকে দেশের প্রধানমন্ত্রীর পদে দেখতে চেয়েছেন ১০ শতাংশ মানুষ। অন্যদিকে, অমিত শাহকে চাইছেন ৮ শতাংশ মানুষ। চতুর্থ পজিশনে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাইছেন ৭ শতাংশ মানুষ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেখতে চাইছেন ৫ শতাংশ মানুষ। এছাড়া রাজনাথ সিং, প্রিয়াঙ্কা গাঁন্ধী পেয়েছেন ৩ শতাংশ ভোট। মায়াবতী, অখিলেশ, শরদ যাদব, উদ্ধব ঠাকরে, নীতিশ কুমার এবং নীতিন গড়কডি পেয়েছেন ২ শতাংশ ভোট। সোনিয়া গাঁন্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৪ শতাংশ ভোট।

উল্লেখ্য, ভারতের সবচেয়ে জনবহুল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হিন্দু মন্দিরের পুরোহিত থেকে রাজনীতিতে উঠে এসেছেন জনপ্রিয় হিন্দুত্ববাদী এই রাজনীতিবিদ। লাভ জিহাদ আইন প্রনয়ণ থেকে শুরু করে হাথরাস কান্ড-সহ একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে। তা সত্ত্বেও বাড়ছে মোটেও কমনি যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা। টানা কয়েকবার দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর শিরোপা উঠেছে যোগীজির মাথাতেই।