Sunday, May 19, 2024
দেশ

ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নীরব মোদীর

লন্ডন: ব্যাংক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত জুয়েলারি ব্যাবসায়ী নীরব মোদী যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। পাঞ্জাব ন্যাশলান ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর গত ফেব্রুয়ারি মাস থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার আগে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ।

তবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্যক্তি বিশেষের বিষয়ে তথ্য দেন না। তবে নীরব মোদীর সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। দেশের রাষ্ট্র পরিচালিত দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) থেকে এ বছরের শুরুতে নীরব মোদি ও তার মামা মেহুল চোকসির নেতৃত্বে দুটি জুয়েলারি গোষ্ঠী অন্য ভারতীয় ব্যাংকের বৈদেশিক শাখার কাছ থেকে অবৈধভাবে ঋণের অংক বাড়িয়ে দুইশ’ ২০ কোটি ডলার তুলে নেন। তবে নীরব মোদী ও তার চাচা চোকসি এই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর ভারতে থাকা নীরবের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। তার ব্যাংক হিসাব ও বিলাসবহুল গাড়িসহ অন্যান্য সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নীরব মোদী লন্ডনে এখন চেষ্টা করছেন রাজনৈতিক আশ্রয় নেয়ার। এজন্য তিনি নিজেকে রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার বলে দাবি করেছেন।