Thursday, May 16, 2024
দেশ

অসমে সাফল্য পেলে ত্রিপুরাতেও তৈরি হবে নাগরিকপঞ্জি: বিপ্লব দেব

গুয়াহাটি: অসমে সাফল্য পেলে ত্রিপুরাতেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হতে পারে বলে মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এনআরসি নিয়ে অসম, পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্যেই বিক্ষোভ তৈরি হয়েছে৷ এই পরিস্থিতিতে বিপ্লব দেবের মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

শনিবার বিপ্লব দেব জানিয়েছেন, এনআরসি তৈরিতে অসমে যদি সাফল্য পাওয়া যায় তাহলে ত্রিপুরাতেও তা করা হবে। তবে তিনি জানিয়েছেন, নাগরিকপঞ্জির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্র যদি নাগরিকপঞ্জি নিয়ে আইন আনে তাহলে রাজ্যে তা বলবত করবে ত্রিপুরা সরকার।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, অসমে নাগরিকপঞ্জি নিয়ে কী হচ্ছে সবাই লক্ষ্য করছে। গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে গেলে আমারও ত্রিপুরাতে তা করব। দেশের সব রাজ্যেই এনআরসি চালু করা হবে।

প্রসঙ্গত, অসম-সহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে কয়েক লক্ষ বাংলাদেশি বাসবাস করছে বলে মনে করা হয়। এনআরসি তালিকা তৈরি হচ্ছে সেইসব অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য। ইতিমধ্যেই গত ৩০ জুন অসমে এনআরসির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে।