Monday, April 29, 2024
দেশ

জোর ধাক্কা! প্রাক্তন সিপিএম বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

আগরতলা: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেল সিপিএম। দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন খোয়াই জেলার প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে মানিক সরকারের হাত ধরে ছিলেন বিশ্বজিৎ দত্ত। অবশেষে সিপিএম ছাড়লেন বিশ্বজিৎবাবু। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের এই প্রাক্তন বিধায়ক। বিজেপিতে বিশ্বজিৎবাবুকে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল দেওধর।

গেরুয়া শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক বিশ্বজিৎ দত্ত। তিনি বলেন, দলের সঙ্গে অনেক কাজ করেছি। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধেই দলে ষড়যন্ত্র হচ্ছিল বলে দাবি করেন তিনি। আর সেজন্যেই দল ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশ্বজিৎবাবু। দলবদলের পর সুনীল দেওধর বলেন, রাজ্যে উন্নয়ন চলছে। আগামিদিনে আরও উন্নয়ন হবে।

প্রসঙ্গত, ১৯৬৪ সাল থেকে সিপিএম সদস্য ছিলেন বিশ্বজিৎ দত্ত। সিপিএম রাজ্য কমিটির এই প্রাক্তন সদস্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। অসুস্থতার মিথ্যে অভিযোগে ২৮ জানুয়ারি তাঁকে ভোটের আগেই আগরতলার গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ দত্ত। তাঁর জায়গায় প্রার্থী করা হয় এসএফআই নেতা নির্মল বিশ্বাসকে।

বিশ্বজিৎ দত্তের দাবি, তিনি সেরকম অসুস্থ ছিলেন না। কিন্তু দলের তরফে আনফিট ঘোষণা করে দেওয়া হয়েছিল। তাই তিনি দলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান এই নেতা।