Sunday, May 5, 2024
দেশ

নোবেল বর্জন করেছিলেন রবীন্দ্রনাথ : ত্রিপুরার মুখ্যমন্ত্রী

গুয়াহাটি : এবার রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ় নিয়ে বেফাঁস মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবীন্দ্র জয়ন্তীতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইংরেজদের বিরোধিতায় নোবেল বর্জন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ব্যঙ্গের পাশাপাশি সমালোচনার ঝড় উঠেছে। যদিও বাস্তবে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উদয়পুরের পুরনো রাজবাড়িতে ভুবনেশ্বরী মন্দিরের চত্বরে শুরু হয়েছে রাজর্ষি উৎসব। তারই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানে বক্তব্য দিতে গিয়ে তাঁর মন্তব্য, “ইংরেজ সরকারের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার বর্জন করেছেন।”

এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি বলেন, ”মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। তা না হলে সঞ্জয় কী ভাবে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবিবরণী দেবেন?’’ এরপর ডায়ানা হেডেনকে বিশ্বসুন্দরীর খেতাব দেওয়া নিয়েও মন্তব্য করেন। তারপর বলেন, ”সিভিল ইঞ্জিনিয়ারদের সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়া উচিত, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের তা দেওয়া উচিত নয়।” এর পর শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরির জন্য নেতাদের পিছনে পড়ে না থেকে পানের দোকান বা গরুর দুধ বিক্রি করা উচিত বলে মন্তব্য করেন তিনি।