Saturday, May 18, 2024
দেশ

টিএমসিকে টিএমছিঃ বলে কটাক্ষ বাবুলের

বর্ধমান : বর্ধমানের মেমারির দলীয় কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসককে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, কোর্ট একের পর এক যে রায় দিচ্ছে তাতে দিদির দর্প চূর্ণ হচ্ছে। টিএমসি ছিল, টিএমছি হয়ে গেছে। ই-মেলে নমিনেশনের ব্যাপারে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা একটা যুগান্তকারী রায় বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “পুরো ভোট প্রক্রিয়াটা প্রহসনে পরিণত হয়েছে। ভারতবর্ষজুড়ে আজ এটা মজায় পরিণত হয়েছে। দিদির মুখ লুকানোর জায়গা নেই। এইসব হচ্ছে শুধু ভোটে হারার আতঙ্কে। ভোট ব্যালট বক্স পর্যন্ত গেলে তৃণমূল নির্মূল হয়ে যাবে, তাই আগেই ভোট শেষ করে দিতে তৎপর তৃণমূল।” তৃণমূল কংগ্রেসের এই ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ”রাজ্যের শাসকদল যে ভূমিকা পালন করছে, তারপর ওই দলকে আমি আর টি এম সি বলি না, আমি বলি টি এম ছি।”

কেন্দ্রীয়মন্ত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষের করের টাকায় নিজেদের উদর পূর্তি করছে তৃণমূলের নেতারা। দিদির ভাইয়েরা কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন এই ক-বছরেই। পঞ্চায়েত প্রধানের সাত তলা বাড়ি। এই বাড়ি কাদের টাকায় বানিয়েছেন তিনি। প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়।