Monday, April 29, 2024
রাজ্য​

মথুরাপুরে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন প্রাক্তন প্রধান সহ ৫০০ জন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে ফের ভাঙন তৃণমূলে। এবার মথুরাপুরে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন প্রাক্তন প্রধান সহ ৫০০ জন। তৃণমূল ত্যাগের তালিকায় রয়েছেন তৃণমূলের প্রাক্তণ পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি। সিপিএমের দাবি, প্রায় ৫০০ তৃণমূল কর্মী-সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন। তৃণমূল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ নম্বর ব্লকের শংকরপুর গ্রাম পঞ্চায়েতের মাদার পাড়া হাই মাদ্রাসার মাঠে সভা  করে সিপিএম। ওই সভায় তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন শঙ্করপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রহমতুল্লা গাজি ওরফে বাবলু গাজি, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ওমর ফারুক হালদার সহ স্থানীয় তৃণমূল নেতা নূর মহম্মদ মীর, ডা. হাফিজুর রহমান।

তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়ে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন শঙ্করপুরের প্রাক্তন তৃণমূল প্রধান, অঞ্চল সভাপতিরা। তাঁরা বলেন, “তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণের বিরোধিতা করেই দলবদল করলেন।”