Tuesday, May 14, 2024
দেশ

সমস্ত আঞ্চলিক ভাষায় অনূদিত হবে সুপ্রিম কোর্টের রায়, চন্দ্রচূড়ের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করেছেন। চন্দ্রচূড় জানিয়েছেন, সমস্ত আঞ্চলিক ভাষায় অনূদিত হবে সুপ্রিম কোর্টের রায়। প্রধানমন্ত্রী চন্দ্রচূড়ের এই বিবৃতির প্রশংসা করে বলেন, এটা বাস্তবায়িত হলে এটি মানুষকে, বিশেষ করে তরুণদের সাহায্য করবে।

প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, “সাম্প্রতিক অনুষ্ঠানে, মাননীয় CJI বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের রায়গুলিকে আঞ্চলিক ভাষায় উপলব্ধ করার দিকে কাজ করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তিনি এর জন্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শও দিয়েছিলেন। এটি একটি প্রশংসনীয় চিন্তা, যা অনেক লোককে সাহায্য করবে, বিশেষ করে তরুণদের।”

CJI চন্দ্রচূড় বলেন, ক্রমবর্ধমান ডিজিটালাইজড বিশ্বে ভারতীয় বিচারব্যবস্থার জন্য পরবর্তী পদক্ষেপটি হবে সর্বোচ্চ আদালতের রায়গুলিকে সমস্ত ভারতীয় ভাষায় উপলব্ধ করা, সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সরঞ্জামগুলির সাহায্যে। শনিবার মহারাষ্ট্র ও গোয়ার বার কাউন্সিল আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চন্দ্রচূড় বলেন, আমি মাদ্রাজের একজন অধ্যাপকের সাথে দেখা করেছি যিনি AI তে কাজ করেন এবং পরবর্তী পদক্ষেপটি হল প্রতিটি ভারতীয় ভাষায় সুপ্রিম কোর্টের রায়ের অনুলিপি অনুবাদ করা।