Monday, May 6, 2024
ব্লগ

৫,০০০ চিৎপাবন ব্রাহ্মণ হত্যার কালো অধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গান্ধী হত্যার পরে ৫,০০০ চিৎপাবন ব্রাহ্মণকে (Chitpavan Brahmin) হত্যা করা হয়। গান্ধীর মৃত্যুর পর মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণদের মাথার উপর ঘনিয়ে ওঠে দুর্যোগের মেঘ। গান্ধী হত্যাকে কীভাবে আরএসএস এবং হিন্দু মহাসভার সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছিল এবং কেন চিৎপাবন ব্রাহ্মণদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, আরও জানতে এই ভিডিওটি দেখুন-

তথ্যসূত্র: Vedant Media