Sunday, May 19, 2024
রাজ্য​

সরকারি বরাদ্দের চাল পাচারের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতার বাবা

মুর্শিদাবাদ: করোনা পরিস্থিতিতে সরকারি বরাদ্দের চাল পাচারের অভিযোগ উঠল শাসকদলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের গঙ্গাদাসপাড়ায় একটি গোডাউনে পাচার করা হচ্ছিল ত্রাণের চাল। গ্রেফতার করা হয়েছে ডোমকল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রবিশংকর পালের বাবাকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেও।

অভিযোগ, মঙ্গলবার রাতে একটি মারুতি ভ্যানে করে সরকারের দেওয়া চাল পাচার করা হচ্ছিল। ওই মারুতি ভ্যান আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১২ কুইন্টাল চাল। তার সঙ্গে আটক করা হয়েছে এক ব্যক্তিকেও। পরে জানা যায়, আটক হওয়া ব্যক্তি ডোমকল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রবিশংকর পালের বাবা। ডোমকল থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, চাল-সহ ওই মারুতি ভ্যান আটক করা হয়েছে। গাড়ির মধ্যে থাকা তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাবাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, এই পরিস্থিতিতে যেখানে অর্ধেক লোক খেতে পারছেন না সেখানে এভাবে সরকারি জিনিস চুরি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ডোমকলের অন্যান্য ওয়ার্ডে খাদ্যসামগ্রী দেওয়া হলেও 8 নম্বর ওয়ার্ডে এখনও কিছুই দেওয়া হয়নি।

ডোমকল পুরসভার চেয়ারম্যান জাফেকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি ওয়ার্ডে পুরসভার দেওয়া চাল, সব ওয়ার্ডে পুরসভার দেওয়া চাল দেওয়া হলেও ৮ নম্বর ওয়ার্ডে এখনও দেওয়া হয়নি।