Tuesday, May 7, 2024
দেশ

খাবার দেখেও সামাজিক দূরত্ব বজায় রাখলো বানরের দল, অথচ আমরা ভুলে যাই: কিরণ রিজিজু

নয়াদিল্লি: করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একটি কার্যকরী পদক্ষেপ হল সামাজিক দূরত্ব বজায় রাখা। তবে করোনা আক্রান্ত হয়ে এত মৃত্যুর পরেও এখনও বহু মানুষ সচেতনতার ব্যাপারে উদাসীন। অনেকেই সামাজিক দূরত্ব মেনে চলছেন না, মাস্ক পরছেন না। তবে প্রাণীদের মধ্যে যে যথেষ্ট দায়িত্ববোধ ও সচেতনতা রয়েছে সেটাই ফুটে উঠল কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর টুইটে।

কিরণ রিজিজুর টুইট করা ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর সামাজিক দূরত্ব বজায় রেখে বসে আছে একদল বানর। এক যুবক তাদের খাবার দিচ্ছেন। সাধারণত খাবার দেখলে বানররা নিজেদের স্থির রাখতে পারে না। কিন্তু এই বানররা তা না করে চুপ করে বসে আছে।

টুইটে রিজিজু লিখেছেন, অসম সীমান্তে কাছে অরুণাচল প্রদেশের ভালুকপংয়ের কাছে বানরদের সামাজিক দূরত্বের বজায় রাখার নিখুঁত ছবি। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পাব, প্রাণীরা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে। আমরা যে কথাগুলি ভুলে যাই, সেগুলি নতুন করে শিখিয়ে দিচ্ছে এই প্রাণীরা। ছবিটি তুলেছেন অরূপ কলিতা।


কিরণ রিজিজুর করা টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখনও পর্যন্ত লাইক করেছেন ৮,৭০০ জন, রিটুইট করেছেন ১,৪০০ জন এবং মন্তব্য করেছেন ১৯২ জন।