Monday, May 20, 2024
রাজ্য​

মুকুল রায়ের হাতে ধরে মমতার স্নেহধন্য ‘ছোট্ট কাসেম’ যোগ দিলেন বিজেপিতে

কলকাতা: বাংলায় তখন সবে ক্ষমতা দখলের বীজ বোনা চলছে। সিঙ্গুরজুড়ে আন্দোলনের তোড়জোড় চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে সেদিন যে কাসেম আলিকে সক্রিয় রাজনীতিতে দেখা গিয়েছিল, সেই কাসেম আর তৃণমূলে নেই। তৃণমূল ছেড়ে কাসেম আলি এখন বিজেপিতে যোগদান করেছেন। মুকুল রায়ের হাতে ধরে কাসেম এখন বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক।

সিঙ্গুর আন্দোলনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চেই নয়, তিনি মারও খেয়েছেন তৃণমূলের সেই সক্রিয় আন্দোলনে সামিল হয়ে। মমতার খুব কাছের হয়ে গিয়েছিলেন অল্পদিনেই। তাঁকে ‘ছোট্ট কাসেম’ বলে ডাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাসেমই মমতাকে ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন এবার।

মমতার দলের স্কেন্ড ইন কম্যান্ড ছিলেন তৃণমূলের। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর এক শ্রেণি যে বিজেপির দিকে ঝুকবে সেটাই স্বাভাবিক। সেমতোই তৃণমূলে থাকা মুকুল অনুগামীরা একে একে দল ছাড়ছেন, ভিড় করছেন বিজেপিতে। ক্রমেই কাসেমদের মতো অনেক সংখ্যালঘু নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন।

বিজেপিতে যোগদানের পর কাসেম আলি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা হারিয়ে ফেলেছেন। রাজ্যের সংখ্যালঘু মানুষেরা আর মমতার উপর ভরসা রাখতে পারছেন না। ফলে তাঁরা চাইছেন পরিবর্তন। কেননা যে আশা জাগিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, সেই ভরসার জায়গা ধরে রাখতে পারেননি। সংখ্যালঘুদের কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।