Wednesday, May 15, 2024
দেশ

তেলেঙ্গানায় পদ্ম-ঝড়ের ইঙ্গিত? প্রথমবার শিক্ষক কেন্দ্রে জিতে আশাবাদী বিজেপি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তেলঙ্গানায় নতুন অক্সিজেন পেল বিজেপি। দক্ষিণের দ্বিতীয় রাজ্য হিসেবে তেলঙ্গানায় প্রথমবার ক্ষমতায় আসতে মরিয়া গেরুয়া শিবির। নভেম্বরে তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে টিচার্স কেন্দ্রে খাতা খুলল বিজেপি।

বিজেপি প্রার্থী এভিএন রেড্ডি তেলেঙ্গানার আইন পরিষদের সদস্য (এমএলসি) আসনে বিজয়ী হয়েছেন। তেলেঙ্গানা বিধানসভার উচ্চকক্ষে ৩৪ জন সদস্য থাকে। তাঁদের মেয়াদ ৬ বছর। রাজ্য সরকার ১৪ জনকে সরাসরি মনোনীত করেন। ৬ জনকে রাজ্যপাল মনোনীত করেন। আর ৩ জন করে সদস্য নির্বাচিত হন গ্র্যাজুয়েট ও টিচার্স কেন্দ্র থেকে।

টিচার্স কেন্দ্র থেকে বিধানসভার উচ্চকক্ষের ভোটে এই প্রথম জিতল বিজেপি। তেলেঙ্গানা বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় এই জয়কে ঐতিহাসিক বলে ব্যাখা করেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহি:প্রকাশ বলেছেন। এবার নভেম্বরে বিধানসভা নির্বাচনে জিততে তৈরি হচ্ছে বলে দাবি করেছেন।

বান্দি সঞ্জয় বলেছেন, “ধর্মের পক্ষে দাঁড়িয়ে থাকা শিক্ষক ও শিক্ষাবিদদের সাফল্য! যৌথ মাহবুবনগর-রাঙ্গা রেড্ডি-হায়দরাবাদ শিক্ষক নির্বাচনী এলাকার এমএলসি নির্বাচনে বিজেপি প্রার্থী মিঃ এভিএন রেড্ডির জয় শিক্ষকদের মধ্যে সরকার বিরোধী জমে থাকা প্রমাণ। অন্তত এখন কেসিআরের চোখ খুলে শিক্ষকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।”


বান্দি সঞ্জয় আশাবাদী সাম্প্রতিক বিজয়ের পুনরাবৃত্তি হবে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে। তিনি বলেন, “তেলেঙ্গানার জনগণ এই বিআরএস সরকারের কাছ থেকে একটি পাঠ শিখবে যা স্বৈরাচারী প্রবণতার দিকে যাচ্ছে। আগামী নির্বাচনেও একই ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে শিক্ষকরা আস্থা প্রকাশ করেন। একই চেতনা নিয়ে আমরা আশা করি শিক্ষক-বিদ্বেষী কেসিআর সরকারকে উৎখাত করতে শিক্ষক জগৎ আমাদের সঙ্গে আসবে।”