Monday, April 29, 2024
রাজ্য​

‘চাকরি চোরদের শাস্তি চাই, টাকা ফেরাতে হবে দোষী তৃণমূল নেতা-নেত্রীদের’, হুঙ্কার অগ্নিমিত্রা পালের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি কান্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন বহু ভুয়ো চাকরিপ্রার্থী। তদন্তে উঠে এসেছে তৃণমূলের একাধিক নেতা-কর্মীর নাম। তৃণমূলের যূবনেতা কুন্তল ঘোষের (বর্তমানে বহিষ্কৃত) আর্থিক লেনদেন খতিয়ে উঠে আসে টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং সোমা চক্রবর্তীর নাম।

অভিযোগ উঠেছিল কুন্তলের থেকে টাকা নেওয়ার। বনি বৃহস্পতিবার কুন্তলের থেকে নেওয়া ৪০ লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন। কুন্তলের থেকে ‘ধার’ নেওয়া ৫৫ লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন সোমাও। এরপরেই ফেসবুকে তৃণমূলকে আক্রমণ করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল লিখেছেন, “টাকা ফেরাতে তৃণমূলের নেতা, নেত্রীদের। চাকরি বিক্রি করে যারা টাকা তুলেছে প্রত্যেকের কাছ থেকে। টাকা দিতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত করুক ইডি। চাকরি চোরদের শাস্তি চাই।”