Sunday, May 19, 2024
শিক্ষাঙ্গন

শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানাতে বিশেষ ডুডল বানাল গুগল

নয়াদিল্লি: আজ ৫ সেপ্টেম্বর দেশ জুড়ে পালন করা হচ্ছে শিক্ষক দিবস। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ভারতে প্রতি বছর শিক্ষক দিবস উদযাপন করা হয়। রাধাকৃষ্ণণ একাধারে যেমন ছিলেন একজন বিশিষ্ট শিক্ষক, তেমনি ছিলেন দার্শনিক এবং রাজনীতিবিদও। শিক্ষক দিবসের প্রতি সম্মান জানিয়ে গুগল একটি অ্যানিমেটেড ডুডল তৈরি করল।

ডুডলটি হল একটি লাল অক্টোপাস, যাকে দেখা যাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা, জটিল সমীকরণের সমাধান, নোট গ্রহণ করতে এবং এই সব কাজের সঙ্গে হাতে বই নিয়ে পড়তেও দেখা যাচ্ছে তাঁকে। ডঃ রাধাকৃষ্ণণ একজন অসামান্য পণ্ডিত ছিলেন এবং অনুকরণীয় শিক্ষক ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।

সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৯৮৮ সালে ৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। ১৯৩১ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৬২ সালে তিনি দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হন।

ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৯৫৪ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। নোবেল পুরষ্কারের জন্য তিনি ২৭ বার মনোনীত হন; এর মধ্যে সাহিত্যে তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত হন ১৬ বার এবং নোবেল শান্তি পুরষ্কারের জন্য ১১ বার। শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিবস ভারতে প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।