সাংবাদিকদের সামনেই দলীয় কর্মীকে চড় মারলেন সিদ্দারামাইয়া
মাইসোর: ফের বিতর্কে জড়ালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। মাইসোর বিমানবন্দরে নিজের এক সহযোগীকে চড় মারতে দেখা যায় তাঁকে।
সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সিদ্দারামাইয়া। সংবাদিকদের সঙ্গে কথাবার্তা সেরে তিনি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাঁর দিকে একটি মোবাইল ফোন এগিয়ে দেন দলীয় এক কর্মী। এতেই মেজাজ হারিয়ে ওই সহযোগীকেই চড় মারেন সিদ্দারামাইয়া। এরপর দু’জন গাড়ির দিকে হাঁটতে শুরু করেন।
#WATCH: Congress leader and Karnataka’s former Chief Minister Siddaramaiah slaps his aide outside Mysuru Airport. pic.twitter.com/hhC0t5vm8Q
— ANI (@ANI) September 4, 2019
তবে কেন হঠাৎ সহযোগীকে চড় মারলেন সিদ্দারামাইয়া? সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
তবে এবারই প্রথম নয়, এই ধরনের বিতর্কে অবশ্য সিদ্দারামাইয়া আগেও জড়িয়েছেন। ২০১৬ সালে স্থানীয় প্রশাসনের এক আধিকারিককে পিটিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।