Monday, April 29, 2024
দেশ

করোনা যুদ্ধে লড়াইয়ে ৪টি কোভিড হাসপাতাল গড়ছেন রতন টাটা

নয়াদিল্লি: দেশকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থসাহায্য হিসেবে মোট ১,৫০০ কোটি টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন রতন টাটা। টাটা ট্রাস্ট দেবে এক হাজার কোটি টাকা আর টাটা সন্স দেবে ৫০০ কোটি টাকা। তবে শুধু আর্থিক সাহায্য দিয়েই থেমে থাকেননি তিনি। করোনা মোকাবিলায় PPE কিট, মাস্ক এবং অন্যান্য জিনিসও সরবরাহ করে তাঁর সংস্থা। এবার ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।

৪টি সরকারি হাসপাতালকে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলছে টাটা ট্রাস্ট। জানা গিয়েছে, আগামী ১৫ জুন থেকে এই ৪টি হাসপাতালে পরিষেবা দেওয়া শুরু হবে। রতন টাটা জানিয়েছেন, করোনা আবহে এটি অত্যন্ত জরুরি সময়। এটা আমাদের জন্যে অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের সময়।

টাটা ট্রাস্ট জানিয়েছে, এক কোটি ইউনিট আমদানি করা হয়েছে। এগুলি দেশের করোনা আক্রান্ত এলাকাগুলিতে এয়ারলিফটের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। এই চারটি হাসপাতালের দুটি উত্তরপ্রদেশে আর দুটি মহারাষ্ট্রে।


জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাংলিতে ৫০ বেডের ও বুন্ধনাতে ১০৬ বেডের হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। আর উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ১৬৮ বেডের ও গোন্দাতে ১০৬ বেডের কোভিড হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই হাসপাতালগুলিতে থাকবে ক্রিটিকাল কেয়ার ইউনিট, ছোট অপারেশন সেন্টার, প্যাথোলজি ও রেডিওলজি এবং ডায়ালিসিসের সুবিধাও।