Thursday, May 16, 2024
বিনোদন

নানা পাটেকর ও গণেশ আচার্যের বিরুদ্ধে আইনি নোটিস পাঠালেন তনুশ্রী

মুম্বাই: মৌখিক অভিযোগ তুলেছিলেন বেশ কিছু দিন আগেই। তবে এবার নানা পাটেকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানার পাশাপাশি কোরিওগ্রাফার-পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধেও মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন সাবেক মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। ঘটনার সত্যতা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালে নানা তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। তিনি আপত্তি জানালে নানা একটি রাজনৈতিক দলের কর্মীদের ডেকে এনে তাঁর গাড়ি ভাঙচুর করান। মদত জোগান গণেশ-সহ কয়েক জন। এর আগে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তনুশ্রীর সব অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন। কয়েক ঘণ্টা পরই মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন তনুশ্রী।

ইতিমধ্যেই তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, রাভিনা ট্যান্ডন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, ফারহান আখতার, সিদ্ধার্থ, বীর দাস, টুইঙ্কেল খান্না, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভার, ফ্রিদা পিন্টো, কাজল, পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, স্বপ্না পাব্বি, আনুশকা শর্মা, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংসহ অনেকেই তনুশ্রীকে সমর্থন জানিয়েছেন। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গাঁন্ধীও হলিউডের ধাঁচে ‘#মিটুইন্ডিয়া’ আন্দোলন শুরুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।