Saturday, April 27, 2024
দেশ

ইউনিফর্ম না পরে হিজাব পরেছেন কেন? মহিলা চিকিৎসকের সঙ্গে তুমুল বিবাদে জড়ালেন বিজেপি কর্মী, গ্রেফতার

লকাতা ট্রিবিউন ডেস্ক: ডিউটির সময় ইউনিফর্ম না পরে হিজাব পরার ঘটনায় মহিলা চিকিৎসকের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নাগাপাট্টিনামে।

নাগাপাট্টিনামের একটি স্বাস্থ্যকেন্দ্রে রাতের শিফটে ওই মহিলা চিকিৎসককে ইউনিফর্মের বদলে হিজাব পরতে দেখা যায়। তখনই ওই মহিলার সঙ্গে বিতর্ক জড়ান ভুবনেশ্বর রাম নামের ওই বিজেপি কর্মী।

জানা গেছে, ওই মহিলা চিকিৎসকের নাম জন্নত ফিরদৌস। তিনি হিজাব পরে কেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হাজির হয়েছেন, তা নিয়ে তুমুল বিবাদে জড়ান ভুবনেশ্বর রাম।
ভিডিওতে ভুবনেশ্বর রামকে বলতে শোনা যায়, “আপনি সত্যিই একজন ডাক্তার কিনা আমার সন্দেহ আছে। আপনি কেন ইউনিফর্ম পরেন না, আপনি কেন হিজাব পরেন?”

ভুবনেশ্বর রাম ওই মহিলা চিকিৎসকের পোশাক নিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনার ভিডিও করেন। বিষয়টি নিয়ে তোলপড় শুরু হলে, স্থানীয় থানায় খবর যায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুবনেশ্বর রাম নামের ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে।