Friday, April 26, 2024
দেশ

‘সেঙ্গল বিষয়টা একেবারে ভুলভাল, বোগাস’, দাবি কংগ্রেসের; ‘ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘৃণা করে কংগ্রেস’, পাল্টা দাবি বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নতুন সংসদ ভবনে স্থান পেতে চলেছে সেঙ্গল বা রাজদন্ডের। এবার সেঙ্গল বিষয়ে মুখ খুললো কংগ্রেস। তাদের দাবি, সেঙ্গল নিয়ে যেটা বলা হচ্ছে সেটা একেবারে ভুলভাল, বোগাস। সেঙ্গলের ব্রিটিশ ক্ষমতা হস্তান্তরের প্রতীক বলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই। কংগ্রেসের এ বিষয়ে পাল্টা দিয়েছে বিজেপিও।

অমিত শাহ টুইটে লিখেছেন, ‘ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে এত ঘৃণা করে কেন কংগ্রেস? ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে ব্রিটিশরা পণ্ডিত জওহরলাল নেহেরুর হাতে এই সেঙ্গল তুলে দিয়েছিল। তবে নেহেরু এটাকে মিউজিয়ামে ওয়াকিং স্টিক হিসেবে রেখে দেন। এটা কংগ্রেসের জন্য লজ্জার বিষয়।’


অমিত শাহ আরো বলেন, ‘থিরুভাদুথুরাই আধেনাম ভারতের স্বাধীনতার সময় সেঙ্গলের তাৎপর্যের কথা জানিয়েছিলেন। আর সেই আধেনামের ইতিহাসকেও বোগাস বলছে কংগ্রেস।’