Friday, April 26, 2024
দেশ

পড়ুয়াদের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে ওড়িশা সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলো ওড়িশা সরকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান – কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিলবে এই ফ্রি ওয়াই-ফাই পরিষেবা।

ওড়িশা সরকার জানিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে। তাদের পড়াশোনার সুবিধার করতেএই পদক্ষেপ নিয়েছে সরকার।

তবে নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা। ওড়িশার উচ্চ শিক্ষামন্ত্রী রোহিত পূজারি জানিয়েছেন, প্রত্যেক পড়ুয়া দিনে ১ জিবি করে ডেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এতে তাঁদের লেখাপড়ায় সুবিধা হবে। পাশাপাশি, শিক্ষার মানও উন্নত হবে।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষ থেকে এই পরিষেবা চালু করা হবে। রাজ্যের তথ্য ও প্রযুক্তি বিভাগ এটা নিশ্চিত করবে।