Sunday, May 19, 2024
দেশ

আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দিতে বিশেষ সেল গঠন করলো ভারত

নয়াদিল্লি: রবিবার আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। তার ২৪ ঘন্টার মধ্যেই অমুসলিমদের ভারতে আশ্রয় দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আফগান আফগান হিন্দু ও শিখদের ভারতে নিয়ে আসার জন্য বিদেশমন্ত্রক একটি বিশেষ সেল গঠন করেছে।

কোনও অমুসলিম আফগান নাগরিক যদি ভারতে পুনর্বাসন চান সেক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করতে হবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে হেল্পলাইন নম্বর +919717785379 এবং ইমেল ঠিকানা MEAHelpdeskIndia@gmail.com শেয়ার করেছেন।


অরিন্দম বাগচী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য সবরকম পদক্ষেপ করবে। আমরা আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় তাদের ভারতে প্রত্যাবাসনের সুবিধা দেওয়া হবে।

অরিন্দম বাগচী বলেন, বেশ কয়েকজন আফগানও আছেন যারা আমাদের পারস্পরিক উন্নয়নমূলক, শিক্ষামূলক এবং জনগণের কাছে মানুষের প্রচেষ্টায় আমাদের অংশীদার ছিলেন। আমরা তাঁদের পাশে থাকব।