Saturday, May 18, 2024
টালিউড

প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত

কলকাতা: প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

অভিনেত্রীর পরিবার সূত্রে খবর, ২২ মে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২৫ দিন আইসিইউতে চিকিৎসা চলছিল তাঁর। বুধবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৮৪ সালে সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘ঘরে বাইরে’-র ‘বিমলা’ চরিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনয় বেশ মনে ধরেছিল দর্শকদের। ওই ছবিতে ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও। তারপর অবশ্য দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।থিয়েটার নিয়েই ছিলেন তিনী। ফের বড় পর্দায় ফিরেছিলেন সৌমিত্রের নায়িকা হয়েই। দীর্ঘ ৩১ বছর পরে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধেই ফের বড় পর্দায় ফেরেন তিনি।

বেলা শেষে ছবির পরে শ্যুট করা হয় বেলাশুরু। কিন্তু ছবি মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত দু’জনই। সৌমিত্রর সঙ্গেই প্রথম সিনেমা, আর কেরিয়ারের শেষ ছবিটাও শ্যুট করে গেলেন তাঁর সঙ্গেই।

ভারতীয় থিয়েটারে অভিনয়ে অবদানের জন্য ২০১১ সংগীত নাটক অকাডেমি পুরস্কার পান তিনি। পশ্চিমবঙ্গ থিয়েটার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার এবং পশ্চিমবঙ্গ নাট্য অকাডেমি পুরস্কারও পেয়েছেন তিনি।