Friday, April 26, 2024
রাজ্য​

‘স্কুলের ইউনিফর্মেও কাটমানি’, ফের রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল। দুর্নীতির অভিযোগে চাকরি গেছে বহু স্কুল শিক্ষক, করণিকের। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী জেলে। এই পরিস্থিতিতে ফের তৃণমলকে কড়া আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তৃণমূলের বিরুদ্ধে স্কুলের ইউনিফর্মে কাটমানি তোলার অভিযোগ তুললেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, ‘’স্বনির্ভরগোষ্ঠী সদস্যাদের নির্দেশ দেওয়া হচ্ছে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের পোশাকের মাপ নিতে। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের পছন্দের কোনও সংস্থার মাধ্যমে (যার নির্বাচন নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে) আগে থেকে ঠিক করা নিম্নমানের পূর্ব নির্ধারিত গড় মাপের কাপড় (কাট মানির বিনিময়ে) সরবরাহ করার পরিকল্পনা করে বসে রয়েছে।’’

টুইটে শুভেন্দু বলেছেন, “স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের গত বছরের পুরো পারিশ্রমিক এখনও দেওয়া হয়নি। এখন তাদের বলা হচ্ছে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের পোশাকের মাপ নিতে। কিন্তু ইতিমধ্যেই সেইসব ইউনিফর্ম তৈরি হয়ে রয়েছে। এখন পোশাকের মাপ ছোট-বড় হবে, এর পুরো দায় ঠেলা হবে স্বনির্ভরগোষ্ঠীর সদস্যদের উপর। তাই আমি স্বনির্ভরগোষ্ঠীর বোনদের অনুরোধ করছি, এই ধরনের কাজ করার আগে বিচক্ষণতা প্রয়োগ করতে।”