Friday, March 29, 2024
দেশ

‘পাকিস্তানের মানুষও মোদীজির মতো প্রধানমন্ত্রী চাইছেন’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার লখনউতে আয়োজিত হোলি মিলন অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় বলেন, ‘পাকিস্তানের মানুষও তাদের দেশে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী চাইছেন।’

রাজনাথ সিং বলেন, “পাকিস্তান এবং শ্রীলঙ্কা উভয়েই কি ধরনের আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা বলার দরকার নেই। আজকাল পাকিস্তানেও এমন কথা বলা হচ্ছে যে, আমাদেরও মোদীজির মতো প্রধানমন্ত্রী থাকা উচিত।”

অনুষ্ঠানে রাজনাথ সিং ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থারও প্রশংসা করেন এবং ভারতের ব্যাঙ্কগুলিকে “খুব শক্তিশালী” বলে অভিহিত করেন।

উল্লেখ্য, আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে। যার প্রভাব বিশ্বব্যাপী শেয়ার মার্কেটে পড়েছে।

রাজনাথ সিং বলেন, ‘যেখানে আমেরিকা ও ইউরোপের উন্নত দেশগুলির ব্যাঙ্কগুলি দুর্বল হয়ে পড়েছে, সেখানে ভারতের ব্যাঙ্কগুলি খুব শক্তিশালী।’

প্রসঙ্গত, পাকিস্তানের আর্থিক অবস্থা দিনকে দিন আরও খারাপ হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের সাধারণ মানুষ ভূয়সী প্রশংসা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।