Friday, April 19, 2024
রাজ্য​

‘আমার ভাই কোনওভাবেই ১২ পেতে পারে না, এত কম পেলে মন্ত্রীত্ব ছেড়ে দেব’, চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে ভুয়ো চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তালিকায় দেখা যায়, রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই খোকন মাহাতোর নাম। মাত্র ১২ নম্বর পেয়ে চাকরি পেয়েছিলেন খোকন। নম্বর কারচুপি করায় চাকরি হারান খোকন। কিন্তু আদালতের সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahato)। পাশাপাশি, SSC-কেও তুলোধোনা করলেন তিনি।

মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো দাবি করেন, “আমার ভাই খোকন মাহাতো কোনওভাবেই ১২ পেতে পারে না। আমি চ্যালেঞ্জ করছি, OMR শিট ফের মিলিয়ে দেখা হোক, আমার ভাই যদি সত্যিই ১২ পায় তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। OMR শিটের ফরেনসিক করা হোক। ”

উল্লেখ্য, আদালতের নির্দেশে স্কুলে গ্রুপ সি পদে OMR শিটে জালিয়াতি করার অভিযোগে ইতিমধ্যেই চাকরি গেছে ৮৪২ জনের।