Sunday, April 28, 2024
রাজ্য​

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে এবার মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবর হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার পেট্রোল-ডিজেল থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলের লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাদেশের রাজ্যগুলিকে কমানোর আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য পেট্রোল ডিজেলের উপর থেকে কর কমিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত সে পথে হাঁটেনি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্র জ্বালানিতে শুল্ক কমিয়েছে। এই সিদ্ধান্তের ১ ঘণ্টার মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পেট্রোল ও ডিজেলে ৭ টাকা করে কর ছাড়ের ঘোষণা করেছেন। যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব শর্মাও তাঁদের রাজ্যে জ্বালানির উপর কর ছাড়ের ঘোষণা করেছেন। এদিকে, বাংলার মেয়ে (Mamata Banerjee) ঘুমাচ্ছেন।’

শুভেন্দু অধিকারী বলেন, ‘বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বিপ্লব দেবের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গেও পেট্রোল ও ডিজেলে রদাম কমানো। কারণ পেট্রোলের দামের ১০০ টাকার মধ্যে তিনি নিজে ৪৩ টাকা নিয়ে যান। আর তাঁর ছানাদের মোদীজি মুর্দাবাদ বলতে পথে নামিয়ে দেন।’